বীমা কোম্পানি সমূহ কারা নিয়ন্ত্রণ করছেন
বীমা কোম্পানী আবসায়ন বা দেউলিয়া যাতে না হয় তার জন্য ১৯৩৮ সালের বীমা আইন , ১৯৫৮ সালের বীমা বিধিমালা ও ১৯৯৪ সালের কোম্পানী আইন বলে প্রতিষ্ঠিত ও পরিচালিত বীমা কোম্পানী সমূহকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয় , বীমা অধিদপ্তর , রেজিষ্ট্রার অব জয়েন্ট ষ্টক কোম্পানী , বাংলাদেশ ব্যাংক , সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ড বীমা কোম্পানী সমূহকে নিয়ন্ত্রণ করে থাকে । বিমা সংশোধিত আইন ২০১০ সাল এর পর হতে বিমা শিল্পকে আরও স্বচ্ছতা দান এবং কঠোর ভাবে নিয়ন্ত্রণ করবার জন্য বাংলাদেশ সরকার সকল বিমা কোম্পানী পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়ে আলাদা ভাবে “ বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ” নামে একটি প্রতিষ্ঠান গঠন করেন এবং সর্বশেষ জাতীয় বিমানীতি ২০১৩ প্রণয়ন করেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন