নিরাপত্তা ব্যবস্থা হিসেবে জীবন বীমা/Life insurance as a security measure - Life Insurace - bangla life insurance blog | লাইফ ইন্সুরেন্স

Breaking

Post Top Ad

Post Top Ad

Translate

বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

নিরাপত্তা ব্যবস্থা হিসেবে জীবন বীমা/Life insurance as a security measure

 নিরাপত্তা ব্যবস্থা হিসেবে জীবন বীমা


diya barite tola


“Life” জীবনের সাথে “IF’’ যদির সম্পর্ক। আর জীবনের চরম তিন সত্য Death, Disability, Indemnity নিয়ে ভাবা এবং তার জন্য সুযোগ থাকলে সুরক্ষাবলয় তৈরি করা। IPS যেমন বিদ্যুতের আলো চলে গেলে Instant Power Supply দেওয়ার মাধ্যমে ঘর আলোকিত করে ঠিক তেমনি জীবনের আলো নিভে গেলে জীবন বীমা পরিবারকে Financial Power Supply দেওয়ার মাধ্যমে আলোকিত করতে সাহায্য করবে।
কিন্তু সে ক্ষেত্রে IPS কি আগে থেকে বিদ্যুতের মাধ্যমে চার্জ দিতে হয়। তাহলে প্রয়োজনের সময় পরিমান মত আলো পাওয়া যায়। ঠিক এমনি পলিসিরি কাজ হলে বীমাকারীর অবর্তমানে তার উত্তরসূরিকে কোম্পানির তাগিদে পরিকল্পিত সম্পদ বুঝিয়ে দিয়ে সন্তুষ্ট করা। অপরদিকে কঠোর পরিশ্রমের মাধ্যমে রেখে যাওয়া বা অন্যান্য সম্পদ তার উত্তরসূরিদের নিজ তাগিদে বুঝে নিতে হয় তার অবর্তমানে কখনো কখনো হাত ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়।
পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিই পরিবারের জাহাজ। সেই জাহাজের উপর ভরসা করে (অন্য) সদস্যরা সফলতার গন্তব্যে পৌঁছার স্বপ্ন দেখে। “জীবন” নামক জাহাজে যদি চিন্তা করে ‘’LIFE BOAT” এবং “Life Jacket” হিসাবে Insurance Support নিশ্চিত করা গেলে বীমাকারীর অবর্তমানে পরিবারের যাত্রীদের কিছুটা অর্থনৈতিক নিরাপত্তার নিশ্চয়তা মেলে।

কোন মন্তব্য নেই:

Post Top Ad