Life Insurance |
Life Insurance জীবন বীমা সম্পর্কে মানুষের মধ্যে একটি নেগেটিভ ধাারনা সবসময়ই থাকেই যায়। মানুষ বুঝে হউক কিংবা না বুঝে, অন্য মানুষের কথায় শুনে এই নেতিবাচক মনোভাব পোষণ করে। কখন জানতে চায় না কেন তারা এসব কথা বলে। আসলে এই নেতিবাচক কথা গুলো ঠিক না ব্যঠিক, আমি বলবো হ্যাঁ কথা গুলো আসলেই ঠিক। আপনারা আজ থেকে ১০ বছর পেছনের দিকে তাকিয়ে বলেন তো এখন কার বাংলাদেশ আর সেই সময়ের বাংলাদেশ কী এক? সেই সময় বাংলাদেশ কী ডিজিটাল ছিলো? সেই সময় আপনাদের সবার হাতে মোবাইল ফোন ছিলো? অবশ্যই উত্তর গুলো না হবে।
তখন আপনারা কিস্তি দিলে মোবাইলে মেসেজ আসতোনা, যার ফলে দেখা যেতো যার মাধ্যমে কিস্তির টাকা দিয়েছেন সে আসলে টাকা জমাই দেয়নি। তাহলে এখানে কী কোন কোম্পানির প্রোবলেম, আমি বলবো না, এখানে যে কর্মকর্তা ছিলেন যাকে আপনারা বিশ্বাস করে টাকা জমা দিয়েছেন এবং পরবর্তীতে কোন খোজ খবরো নেননি সমস্যা সেই কর্মকর্তার। আপনাদের বিশ্বস্থতার সুযোগ নিয়ে এই দূর্নীতি গুলো করার সুযোগ পেয়েছিল। এখন আর সেই সুযোগ নাই। সরকার এখন ইনসুরেন্স উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষ (IDRA) এর মাধ্যমে বাংলাদেশের সকল ইনসুরেন্স কোম্পানিকে নিয়ন্ত্রণ করে। এখন প্রতিটি Life Insurance এবং Non Life Insurance কোম্পানি ডিজিটাল ও আধুনিক। প্রতিটি কোম্পানী এখন ডিজিটাল ও আধুনিক সেবা দেওয়া জন্য প্রস্তুত।
উদাহরণ হিসেবে বাস্তব একটা জীবন বীমা গল্প নিচে দেয়া হলো
Life Insurance |
আলহামদুলিল্লাহ ২১/০১/২০২২ ইং তারিখে সানলাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ এর ইসলামী আদর্শ বীমা প্রকল্পের সম্মানিত গ্রাহক মোঃ হারুন ওর রশিদ এর একটি হাতের অক্ষমতা আসায় এবং কোম্পানিতে তার বীমা সাথে সহযোগী বীমা হিসেবে PDAB (Permanent Disability and Accident benefit) থাকার কারণে কোম্পানি তাকে তার অক্ষমতার জন্য অঙ্গহানীর সুবিধা বাবদ ৩০০০০ ( ত্রিশ হাজার টাকার) একটি চেক অঙ্গহানির দাবি পরিশোধ করেছে।
মানুষের জন্য জীবন বীমা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেই জন্য সবাইকে একটি ছোট করে হলেও বীমা করে রাখা দরকার।
তাই যদি কার বীমা করার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
Life Insurance
যোগাযোগের ঠিকানাঃ মিনু সুপার মার্কেট, সুলতান মার্কেট, ৪ নং ওয়ার্ড সারদাগঞ্জ - ১৩৪৬, কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর।
মোবাইলঃ 01303846051 , 01795231952
ইমেইলঃ robiulislammd5093@gmail.com
কোম্পানির ওয়েব সাইটঃ www.sunlifeinsbd.com
আমাদের ওয়েব সাইটঃ https://lifeinsurancebd21.blogspot.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন