বৃদ্ধ বয়সে একমাত্র সম্বল হতে পারে লাইফ ইনসিওরেন্স - Life Insurace - bangla life insurance blog | লাইফ ইন্সুরেন্স

Breaking

Post Top Ad

Post Top Ad

Translate

বুধবার, ৩০ মার্চ, ২০২২

বৃদ্ধ বয়সে একমাত্র সম্বল হতে পারে লাইফ ইনসিওরেন্স


বৃদ্ধ বয়সে একমাত্র সম্বল হতে পারে লাইফ ইনসিওরেন্স
বৃদ্ধ বয়সে একমাত্র সম্বল হতে পারে লাইফ ইনসিওরেন্স

 বৃদ্ধ বয়সে একমাত্র সম্বল হতে পারে লাইফ ইনসিওরেন্স

মানুষের জীবনে যখন বার্ধক্য এসে দাঁড়ায় তখন কোন কাজ করার ক্ষমতা থাকেনা আয়ের পথ বন্ধ হয়ে যায়। কিন্তু ব্যয় বন্ধ হয় না আর তখন ব্যয় নির্বাহের জন্য হাত পাততে হয় সন্তান বা আত্মীয় স্বজনদের কাছে। অনেক কেই এই অসহায় জীবন পারি দিতে হতে পারে অন্য লোকের দয়া - দক্ষিনা নিয়ে। কিন্তু যদি কোন ব্যক্তির যৌবনে পেনশন বীমা ও স্বাস্থ্য বীমা ( চিকিত্সা বীমা ) নিয়ে থাকে তাহলে সে মাত্র ৫০ বছর বয়সের পর থেকে মৃত্যু পর্যন্ত আজীবন পেনশনের টাকা ও চিকিত্সা ভাতা পেতে পারে। তখন তার বার্দ্ধক্য জীবনে কষ্টের পরিবর্তে খুব আরাম আয়েশেই কাটাতে পারে। ভবিষ্যতের বার্দ্ধক্য জীবনে আর্থিক নিরাপত্তা সুখ ও সমৃদ্ধির জন্য প্রতিটি মানুষের পেনশন ও চিকিত্সা বীমা করা অত্যন্ত প্রয়োজন। তাই সময় থাকিতেই বীমা করা প্রয়োজন কারণ বার্দ্ধক্য যদি একবার এসেই যায় তখন তো আর বীমা করা যাবেনা। তাই বীমা করতে হবে এখনই


বৃদ্ধ বয়সে একমাত্র সম্বল হতে পারে লাইফ ইনসিওরেন্স

একটি হাদিস 

        পরিশেষে একটি হাদিসের উদ্ধৃতি দিতে চাই। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ ( সাঃ ) জনৈক ব্যক্তিদের উপদেশ দিতে গিয়ে বলেন, পাঁচটি বিষয়ের পূর্বে গুরুত্বের সাথে সিদ্ধান্ত নেয়া উচিত। যেমন:

১।বার্দ্ধক্য আসার আগে যৌবনের ।

২।রোগাক্রান্ত হবার আগে স্বাস্থ্যের ।

৩।দারিদ্র আসার আগে স্বচ্ছলতার ।

৪।ব্যস্ত হয়ে যাবার আগে অবসর সময়ের এবং 

৫।মৃত্যু আসার আগে জীবনের ।

—( মেশকাত )

বৃদ্ধ বয়সে একমাত্র সম্বল হতে পারে লাইফ ইনসিওরেন্স


কোন মন্তব্য নেই:

Post Top Ad