কেন আপনি শিশুর নিরাপত্তা ও শিক্ষা বীমা গ্রহণ করবেন
শিশুর নিরাপত্তা ও শিক্ষা বীমা |
কেন আপনি শিশুর নিরাপত্তা বীমা গ্রহণ করুন আপনার শিশুর ভবিষ্যত নিশ্চিত করতে শিশুর নিরাপত্তা বীমার কোন বিকল্প নেই তাই প্রত্যেক মা-বাবার উচিত তাদের শিশুর জন্য অবশ্যই অবশ্যই নিরাপত্তা ও শিক্ষা বীমা করা উচিত আপনার শিশুর ভবিষ্যৎ গড়ার দায়িত্ব' আপনার তাই আপনি বেঁচে থাকলেও যেমন আপনার শিশুকে নিয়ে দেখা স্বপ্নগুলো বাস্তবায়িত করতে পারবেন ঠিক তেমনি আপনার অবর্তমানে যেন আপনার শিশুর স্বপ্নগুলো বাস্তবায়িত হয় সেজন্যই শিশু শিক্ষা ও নিরাপত্তা বীমা গ্রহণ করা দরকার
আজকের শিশু আগামী দিনের দায়িত্বশীল নাগরিক তার ভবিষ্যতের কণ্টকমুক্ত ও নিরাপদ রাখা এই পরিকল্পনার লক্ষ্য।এই প্রকল্পের অধীনে বীমা পলিসি যৌথ ভাবে প্রিমিয়াম দাতা ও শিশুর জীবনের উপর গ্রহণ করা যায়। প্রিমিয়াম দাতা অবশ্যই পিতা হবে। যদি পিতা জীবিত না থাকে সে ক্ষেত্রে শিশুর মাতা উপার্জনক্ষম হলে তিনি প্রিমিয়াম দাতা হবেন ।
পলিসি গ্রহণের সময় শিশুর বয়স সর্বোচ্চ ১৫ এবং সর্বনিম্ন ৬ মাস।মেয়াদপূর্তি কালীন সময় শিশুর বয়স ৩০ বছরের বেশি হবে না।
প্রাপ্য সুবিধাঃ
১। যদি বীমা চলাকালীন সময়ে প্রেমেন্দ্র মিত্র বারণ করে তাহলে আর কোন প্রিমিয়াম দিতে হয় না সে ক্ষেত্রে নিম্ন নিম্নোক্ত সুবিধাগুলো প্রদান করা হয়
(ক) যতদিন পর্যন্ত কমিটির মেয়াদ শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত ভিত্তি হিসেবে প্রতি মাসে মূল বীমা অংকের শতকরা 1 ভাগ অর্থসংস্থান
(খ) উচ্চ শিক্ষা ও বিবাহ খরচ নির্বাহ করতে অর্জিত বোনাস সহ পুরো বীমা অংক প্রদান।
যদি মেয়াদপূর্তির পূর্বেই শিশুটির মৃত্যু বরণ করে তবে নিম্নোক্ত সিডিউল অনুযায়ী বীমার টাকা প্রদান করা হয়
২। শিশুটির মৃত্যুকালে পলিসির মেয়াদ প্রদেয় সুবিধা
যদি প্রিমিয়াম দাতা এবং শিশু মেয়াদপূর্তি পর্যন্ত বেঁচে থাকে তবে অর্জিত বোনাস সহ মূল বীমা অংক প্রদান করা হয়।
আরো পড়ুন- বীমা কোম্পানি সমূহ কারা নিয়ন্ত্রণ করছেন
৩। যদি প্রিমিয়াম দাতার মৃত্যুর পর বীমার মেয়াদের মধ্যে বৃত্তি শিশুর মৃত্যু হলে বৃত্তি প্রদান বন্ধ হবে তবে বীমার মেয়াদ শেষে বোনাস সহ পুরো বীমা অংক প্রদান করা হবে
৪। বীমার ওপর প্রিমিয়াম বিনিয়োগ ভাতা হিসেবে আয়কর রেয়াত পাওয়া যায় বীমা দাবির টাকা ও আয়কর মুক্ত
৫। *প্রিমিয়াম প্রদান বাৎসরিক হলে তালিকাভুক্ত প্রিমিয়ার থেকে ২ টাকা এবং ষান্মাসিক হলে ১ টাকা রেয়াত দেয়া হয়
*প্রস্তাব পত্রের সাথে প্রস্তাবিত শিশু স্বাস্থ্য সম্পর্কিত অতিরিক্ত বিবৃতি দাখিল করতে হবে তবে। তবে বীমা অংক তিন লক্ষ টাকার উর্ধ্বে হলে শিশুর প্রশ্নমালা বয়স সহ শিশু বিশেষজ্ঞের রিপোর্ট এবং অন্যান্য ডাক্তারি রিপোর্ট দাখিল করতে হবে
*এই প্রকল্পে কোন সহযোগী বীমা গ্রহণ করা হয় না
*অবলেখন সংক্রান্ত যাবতীয় চাহিদাদি বীমা ঝুঁকি অংকের ( সাম অ্যাট রিক্স) উপর নির্ভর করে
এটি সম্পূর্ণ করার পর যদি মনে হয় আপনার আসলেই আপনার সন্তানের জন্য এটি দরকার তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন
আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানাঃ বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সারদাগঞ্জ এরিয়া অফিস
সুলতান মার্কেট ,সারদাগঞ্জ 4 নং ওয়ার্ড ,কাশিমপুর, গাজীপুর।
#মোবাইলঃ_01795231952_01303846051
#robiulislam.5093
#BestLife #Best_life_insurance_company_ltd #slicl.sardagonjareaoffice
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন