বিমা করবার আমার কোন প্রয়োজন নাই কারণ ব্যাংকে আমার অনেক টাকা ফিক্স ডিপোজিট ( এফ.ডি.আর ) করা আছে । - Life Insurace - bangla life insurance blog | লাইফ ইন্সুরেন্স

Breaking

Post Top Ad

Post Top Ad

Translate

রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

বিমা করবার আমার কোন প্রয়োজন নাই কারণ ব্যাংকে আমার অনেক টাকা ফিক্স ডিপোজিট ( এফ.ডি.আর ) করা আছে ।

 

বিমা করবার আমার কোন প্রয়োজন নাই



বিমা করবার আমার কোন প্রয়োজন নাই কারণ ব্যাংকে আমার অনেক টাকা ফিক্স ডিপোজিট ( এফ.ডি.আর ) করা আছে

আপনার এই কথা অনেক ভালো যে ব্যাংক ( এফ.ডি.আর ) টাকা জমা আছে তাই বিমা করবার প্রয়োজন নাই কথাতো ঠিকই আপনার যদি কোনো প্রয়োজন না থাকে তবে কেন বিমা নিবেন ব্যাংকে বিনিয়োগ করা খুবই ভালো কিন্তু বিমা যা দেয় ব্যাংক তা দিতে পারে না ব্যাংক মুনাফা দেয় বিমাও মুনাফা দেয় তাহলে বলাযায় মুনাফা গত দিক থেকে ব্যাংক বিমা একই সুবিধা দিতে পারে বিমা এমন কি দেয় যা ব্যাংক দিতে পারে না বিমা প্রতিষ্ঠান গ্রাহকের জীবনের ঝুঁকি বহন করে যা থেকে কোনো অনাকান্তিত দূর্ঘটনার ফলে অকাল মৃত্যুতে তার মনোনীতক আর্থিক সুবিধা পায়  

Sunlife insurance home page

যেমনঃ ,০০,০০০ টাকা ব্যাংকে এফ.ডি.আর করলেন ছয় বছরের জন্য মেয়াদ শেষে ব্যাংক আপনাকে ,০০,০০০ টাকা প্রদান করবে এবং সেথেকে ট্যাক্স বাদ দিবে মনেকরি , কোন গ্রাহক টাকা জমা দিবার পরে মেয়াদ পূর্তির পূর্বেই মারা গেলো তখন কিন্তু ব্যাংক তাঁর মনোনীতক কে ,০০,০০০ টাকা দিবে না কারন মেয়াদ এখনও পূর্তি হয় নি তখন জমাদান কারীর মনোনীতক কে ,০০,০০০+ জমা সময়ের মুনাফা  

অন্যদিকে বিমা কি দিবে ? ধরুন ,০০,০০০ টাকার বিমা করলে যার নাম হবে দ্বিগুন প্রদান একক সঞ্চয়ী বিমা এই বিমার অধিনে গ্রাহক মেয়াদ পূর্তিতে দ্বিগুন টাকা পাবে এবং বিমা চলা কালীন মেয়াদের মধ্যে গ্রাহক মারা গেলেও গ্রাহকের মনোনীতক পাবে মৃত্যু দাবী হিসাবে ,০০,০০০ টাকা + জমাকৃত ,০০,০০০ টাকা = মোট : ,০০,০০০ টাকা মৃত্যু দিন হতে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে

বৃদ্ধ বয়সে একমাত্র সম্বল হতে পারে লাইফ ইনসিওরেন্স

ব্যাংক বিমা কোম্পানী প্রতিষ্ঠার সত্ত্ব ভিন্ন হওয়ার ফলে শুধু মাত্র জীবন বিমা কোম্পানীই গ্রাহকের মৃত্যুদাবী পরিশোধ করতে বাধ্যথাকে কিন্তু ব্যাংকের এমোন কোনো দায় বন্ধতা নেই

কোন মন্তব্য নেই:

Post Top Ad