বিমার ১০-১২ বছর মেয়াদ এতোদিন বাঁচবো কি নাঃ - Life Insurace - bangla life insurance blog | লাইফ ইন্সুরেন্স

Breaking

Post Top Ad

Post Top Ad

Translate

রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

বিমার ১০-১২ বছর মেয়াদ এতোদিন বাঁচবো কি নাঃ

 বিমার ১০-১২ বছর মেয়াদ এতোদিন বাঁচবো কি নাঃ

 কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতার কথায়----

মরিতে চাহিনা আমি সুন্দর ভূবনে

মানবের মাঝে আমি বাঁচিবারে চাই


বিমার ১০-১২ বছর মেয়াদ এতোদিন বাঁচবো কি নাঃ


এই সূর্যকরে এই পুস্পিত কাননে

জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই  

                 সত্যই এই পৃথিবী থেকে কেউ চলে যেতে চায় না কিন্তু যেতে হয় না ফিরার দেশে এটিই একমাত্র সত্য যে মৃত্যু হবে হাদিস শরিফে উল্লেখ্য আছে- “ প্রত্যক নর - নারীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে "

            আমরা কেউ জানিনা কোন দিন বা ঠিক কোন সময়ে মৃত্যু ঘন্টা বেজে যাবে মৃত্যু আসবে জেনেও আমরা বসে থাকিনা প্রতিনিয়োত জীবন সংগ্রাম করে যাচ্ছি জীবিকা অর্জনের জন্য পরিবার আপনজনের জন্য জীবনের ঝুঁকি নিয়ে সারাদিন একস্থান থেকে অন্য স্থানে ছুটে চলছি কিন্তু আমরা কেউ জানিনা এই ছুটে চলা কবে শেষ হবে ঠিক এই কারণেই বিমার সৃষ্টি , যেহেতু আমরা জানিনা কবে কোথায় মারা যাব বা আমি মারা যাবার পরে আমার উপরে নির্ভরশীল মানুষদের কি হবে এই অনিশ্চয়তা কে মোকাবেলা করবার জন্য বিমা প্রয়োজন বিমার মেয়াদ ১০,১২ বা ১৫ যাই হক যদি আপনি মেয়াদ শেষ পর্যন্ত জীবিত থাকেন তবে মূনাফা সহ জমাকৃত সকল টাকা ফেরৎ পাবেন আর যদি বিমা মেয়াদের মধ্যে আল্লাহ না করুন আপনার মৃত্যু হয় তবে আপনার রেখে যাওয়া উত্তরাধিকার গনদের মধ্যে আপনার মনোনীতক ব্যক্তি ( গন ) পাবে বিমা অংকের পুরো টাকা এই টাকা পাওয়া যায় মৃত্যু দিন হতে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে এবং পরবর্তী কোন প্রিমিয়াম আর জমা দিতে হয় না তাই পরিশেষে বলাযায় , আপনি যদি সত্যই মনে করে থাকেন বিমার মেয়াদ বেশি ততদিন বাচঁবেন না তবে আপনার পরিবারের কথাভেবে সন্তানের কথা ভেবে আজকেই একটি জীবন বিমা পলিসি গ্রহণ করবার স্বীদ্ধান্ত নিতে পারেন যাতে করে আপনার অবর্তমানে তাদের আর্থিক কষ্ট অনিশ্চয়তার মধ্যে পরতে না হয়

কোন মন্তব্য নেই:

Post Top Ad